দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট জেলা জমিয়তের স্মারকলিপি প্রদান

7

পাটকেলঘাটা প্রতিনিধি : জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস ও তার কার্যক্রম সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে “জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আজ ৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় জেলা জমিয়তের প্রতিনিধিদল সাতক্ষীরা জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি প্রদান করেন।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন—জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হুযায়ফা আল মামুন, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা কবির হুসাইন,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান,সমাজ সেবা বিষয়ক সম্পাদক শাহ আলম শিমুল, নির্বাহী সদস্য মাওলানা নূর আলম প্রমূখ।

জমিয়ত নেতৃবৃন্দ বলেন —দীর্ঘদিন যাবত দেশের জনগণের ন্যায্য অধিকার, ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জমিয়ত শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পরিচালনা করে আসছে। বিগত জুলাই-আগষ্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার কাতারে একাকার হয়ে অগ্রণী ভূমিকা পালনকারী এই দল অন্তর্বর্তী সরকারকেও সার্বিক সহযোগিতা করে আসছে।

তবে সত্য যে, সম্প্রতি বর্তমান সরকার দেশের রাজনৈতিক দলগুলোর সাথে কোনরূপ আলোচনা ছাড়াই বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস চালু সংক্রান্ত ৩ বছর মেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা দেশ ও বিদেশে ব্যাপক ভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। এ চুক্তির ফলে এক দিকে যেমন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে, বিশ্বব্যাপী বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হবে।
এমতবস্থায় দেশের জনগণ ও ধর্মপ্রাণ মানুষের পক্ষ থেকে আমরা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সাতক্ষীরা জেলার পক্ষ থেকে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের নিকট ঢাকায় জাতিসংঘের মানবাধিকর কমিশনের অফিস খোলার চুক্তি বাতিল করার জোর দাবি জানাচ্ছি।

 

Leave A Reply

Your email address will not be published.