আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র সাতক্ষীরা জেলা আহবায়ক ও খুলনা বিভাগীয় সহকারী সাংগঠনিক সম্পাদক সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক নির্বাচিত ভিপি আব্দুল কাদের এর দাফন আজ সকালে সম্পন্ন হয়।
সকাল ৮ টায় সাতক্ষীরা আলীয়া মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। অঝোর বৃষ্টির মধ্যে সাতক্ষীরার জানাজায় অংশগ্রহণ করেন। আব্দুল কাদেরের ওয়াসিয়াত মোতাবেক জানাজার নামাজে ইমামতি করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
জানাজায় উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ মেজর (অবঃ) আব্দুল ওহাব মিনার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল ইয়ামিনুর রহমান, খুলনা মহানগর সদস্য সচিব এসএম আক্তারুজ্জামান, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুবনেতা রাশেদুল ইসলাম, সাতক্ষীরা জেলা সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা আহবায়ক জিএম শাকিল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।