সাতক্ষীরা প্রতনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে আকস্মিক এক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী এ দুর্যোগে মুহূর্তেই ঘরের চাল উড়ে যায় এবং ঘরের ভেতরের সব আসবাবপত্র চুরমার হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা বীরেন্দ্রনাথ ঢালী জানান, হঠাৎ করে শুরু হওয়া ঘূর্ণিঝড়ের তাণ্ডবে তিনি কিছু বুঝে ওঠার আগেই ঘরের চাল উড়ে যায় ও ঘর ধসে পড়ে। তিনি বলেন, “সব কিছু চোখের সামনে ধ্বংস হয়ে গেল। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় মাথা গোঁজার ঠাঁই হবে, বুঝতে পারছি না।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ঘরটি উল্টে-পাল্টে দেয়। ঘূর্ণিঝড়টি যত দ্রুত এসেছিল, তত দ্রুতই মিলিয়ে যায়, কিন্তু রেখে যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি ও আতঙ্ক।
স্থানীয় বাসিন্দারা জানান, ঝড়ের পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান করেন। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত স্থানীয় প্রশাসন বা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো প্রকার সরকারি সহায়তা পৌঁছেনি বলে অভিযোগ উঠেছে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা দ্রুত পুনর্বাসন ও জরুরি সহায়তার দাবি জানিয়েছেন। এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।