দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় ৯ থেকে ১৫ বছর বয়সী ৫ লক্ষ ৫ হাজার মানুষকে টাইফয়েড টিকা প্রদান করা হবে

11

সাতক্ষীরা প্রতিনিধি : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে কনফারেন্স রুমে সিভিল সার্জন ডা: আব্দুস সালাম এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা: আবুল কালাম বাবলা প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার, পরিবার পরিকল্পনা জেলা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামান, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী প্রমুখ।

মাল্টিমিডিয়া প্রজেক্টর এর মাধ্যমে টাইফয়েড টিকাদন এ্যাডভোকেসি সভার মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন ডা: রাশেদ উদ্দিন মিজান।

টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সাতক্ষীরা জেলায় ৫ লক্ষ ৫ হাজার মানুষকে আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম, পুরোহিত,এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান।

 

Leave A Reply

Your email address will not be published.