দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় সিসিডিবি’র আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ

11

সাতক্ষীরা প্রতিনিধি: ‘কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় বেকার যুবদের নিয়ে ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) কলারোয়া পৌরসভার হলরুমে নেদারল্যান্ডভিত্তিক সংস্থা কার্ক ইন এক্টি’র অর্থায়নে এবং সিসিডিবি সাতক্ষীরার বাস্তবায়নে প্রকল্পের তৃতীয় বর্ষের যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিসিডিবি’র প্রজেক্ট ম্যানেজার পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, সিসিডিবি’র ঢাকা অফিসের কো-অর্ডিনেটর, বাই-ল্যাটারাল প্রোগ্রামস আর্নেস্ট অনিন্দ্য সরকার ও কো-অর্ডিনেটর, কমিউনিকেশনস প্রবীর কুমার দাস।

সংস্থার টেকনিক্যাল অফিসার ইকরামুল কবিরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ সংস্থার হিসাব কর্মকর্তা রিচার্ড অধিকারী, ফিল্ড অর্গানায়জার রিপন বাড়ৈ, সুদীপ্ত বিশ্বাসসহ প্রশিক্ষনার্থী যুবগন।

উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম প্রশিক্ষণটির উদ্ভোধন ঘোষনা করেন ও যুব সমাজকে বেকারত্ব নিরশনে যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ গ্রহন করে কর্মে যুক্ত তথা দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার জন্য উদ্‌বুদ্ধ করেন।

আলোচনার সময় অন্য বক্তারা একজন সফল উদ্যোক্তা হতে বিভিন্ন কৌশলসহ ব্যাবসার ব্যবস্থাপনার ধাপসমূহ ব্যাখ্যা করেন।

উল্লেখ্য যে, সিসিডিবি সাতক্ষীরার উদ্যোগে যুব প্রজেক্টের আওতায় সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় ৮০ জন বেকার যুবকে মোবাইল সার্ভিসিং, ইলেকট্রনিক্স, মোটরগাড়ি সার্ভিসিং, মোটরসাইকেল সার্ভিসিং, দর্জি, বিউটি পার্লার, ফার্নিচার, ওয়েল্ডিংসহ ৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বক্তারা আরো বলেন, দক্ষতা অর্জন ছাড়া সাফল্যের কোনো বিকল্প নেই। বেকার সমস্যা সমাধানে কারিগরি প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। কাজ শিখে নিজের যোগ্যতা ও আত্মবিশ্বাসকে আরও উঁচুতে নিয়ে যেতে হবে।

Leave A Reply

Your email address will not be published.