দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের সম্মাননা প্রদান

30

সাতক্ষীরা প্রতিনিধি: ‘প্রবাসীর অধিকার-আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই স্লোগানকে সামনে রেখে “রেমিট্যান্স যোদ্ধা ২০২৫” উদযাপন উপলক্ষ্যে সাতক্ষীরায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী চারজন প্রবাসী কর্মীকে সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (২ আগস্ট) জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী উপস্থিত ছিলেন।

এ বছর সম্মাননা প্রাপ্ত চারজন হলেন: মালয়েশিয়া প্রবাসী রত্না খাতুন, তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ এক কোটি আটত্রিশ লক্ষ নব্বই হাজার আটচল্লিশ টাকা, মালয়েশিয়া প্রবাসী লাবনি মো. কামরুজ্জামান, তাঁর প্রেরিত রেমিট্যান্সের পরিমাণ এক কোটি সতের লক্ষ চৌষট্টি হাজার নয়শত সাতাত্তর টাকা, মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবির, তাঁর রেমিট্যান্সের পরিমাণ ষোল লক্ষ একান্ন হাজার পাঁচশত ঊনপঞ্চাশ টাকা, নরওয়ে প্রবাসী সুমাইয়া সিদ্দিক, তাঁর রেমিট্যান্সের পরিমাণ এগার লক্ষ ছেষট্টি হাজার আটষট্টি টাকা।

এছাড়াও, সাতক্ষীরা জেলা থেকে বিদেশে সর্বাধিক কর্মী প্রেরণকারী এজেন্সি আল নূর ইন্টারন্যাশনাল (আরএল-০৬৮৯)-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিককেও সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ২০২২ সালেও সাতক্ষীরায় সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও আর্থিক প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছিল। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সাতক্ষীরায় বিদেশগমন ইচ্ছুক কর্মীদের বিভিন্ন ধরনের সেবা প্রদান করে থাকে।

Leave A Reply

Your email address will not be published.