দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের হুইল চেয়ার বিতরণ

6

সাতক্ষীরা সংবাদদাতাঃবাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে, সাতক্ষীরা জেলা জামায়াত কার্যালয়ে সাতক্ষীরা শহর শ্রমিক কল্যাণ ফেডারেশন মহিলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হুইলচেয়ার বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

এ সময় উপস্থিত ছিলেন ছিলেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা উসমান গনি, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, শহর জামায়াতের আমির মো. জাহিদুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি অধ্যাপক আব্দুল গফফার।

হুইল চেয়ার গ্রহণ করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল চেয়ারম্যান পাড়াস্থ অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধি মোঃ জাফর আলী। আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান লক্ষ্য।

এ ধরনের মানবিক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। কারণ ‘প্রতিবন্ধীরা কোন সমাজের বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মুল শ্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগীতা প্রয়োজন ।

Leave A Reply

Your email address will not be published.