সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ভেজাল দুধ উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ।
শনিবার (৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা সদর উপজেলার হাবাসপুর গ্রামে অভিযান চালিয়ে একটি ভেজাল দুধ তৈরির কারখানা থেকে ২৬০ লিটার দুধ, ঘি, ক্রিম, সোডা, কাস্টিক ও দুধ তৈরির মেশিন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই সদস্যকে।
রোববার দুপুরে জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “জেলা পুলিশ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এ ধরনের অপরাধ মানবস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।”
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের জবানবন্দিতে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় আরও ৩০-৩৫ জন ব্যক্তি ভেজাল দুধ ও ঘি তৈরির সঙ্গে জড়িত। এদের শনাক্তে ডিবি পুলিশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার বলেন, “এই চক্র দীর্ঘদিন ধরে মিল্ক ভিটা ও ব্র্যাকের মতো নামকরা ব্র্যান্ডের বাজারে ভেজাল দুধ সরবরাহ করে আসছিল। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। আমরা শুধু অভিযানই নয়, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজও চালিয়ে যাচ্ছি।”
তিনি সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানান এবং কোনো ভেজাল চক্র বা তথ্য পেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন।