দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় চিংড়িতে জেলি মিশ্রণ

মাছ ব্যবসায়ীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

31

সাতক্ষীরা প্রতিনিধি: ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সাতক্ষীরার সদর উপজেলার সুলতানপুর মাছ বাজারে চিংড়িতে জেলি মেশানোর অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর থেকে পরিচালিত এ অভিযানে মেসার্স একরামুল ফিস নামের প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারা অনুযায়ী ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায়ও করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল সহায়তা করেন।

অভিযানে সাতক্ষীরা পুলিশ লাইন্সের একটি চৌকস টিম অংশ নেয়। পাশাপাশি বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে— ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

 

Leave A Reply

Your email address will not be published.