দৈনিক খুলনা
The news is by your side.

সাকিব অবসর নিয়ে গেম খেলছে: আশরাফুল

91

সাকিব আল হাসানের অবসর ইস্যু নিয়ে উত্তাল মিরপুরের স্টেডিয়াম প্রাঙ্গণ। সেখানে সাকিবের পক্ষে ও বিপক্ষের লোকজনের চলছে ধাওয়া-পাল্টা ধাওয়া। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, বিদায়ী ম্যাচ খেলতে সাকিবের দেশে ফিরতে না পারা ‘দুর্ভাগ্যজনক’। তবে বিষয়টি ভিন্নভাবে দেখছেন সাকিবের সাবেক সতীর্থ ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সাবেক এই তারকা ক্রিকেটারের মতে, সাকিব চাইলে কানপুরে খেলেই অবসর নিতে পারতেন। গণ-অভ্যুত্থানের মুখে বিদায় নেওয়া স্বৈরাচারী আওয়ামী সরকারের এমপি সাকিব এটা নিয়েও গেম খেলছেন বলে অভিমত বর্তমান কোচ ও ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করা আশরাফুলের।

ক্রীড়া বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে আশরাফুল বলেন, ‘মিরপুরে দেখলাম সাকিবের ভক্তরা তার সমর্থনে মাঠের আশেপাশে এসেছেন। তারা দাবি তুলছেন সাকিবের ইচ্ছেটা যেন বিসিবি পুরুণ করে। সাকিব আসলে মাঠের পারফরমেন্সের বিচারে লা-জবাব। আগেই বলেছি সাকিব চাইলেই তার টেস্ট ক্যারিয়ারের শেষটা কানপুরেই করতে পারতেন।’

‘তাকে ঘিরে দেশে সমস্যা তৈরি হয়েছে সেটা তো তিনি আগেই অনুধাবন করতে পেরেছিলেন। আমার কাছে তো মনে হয় সাকিব এখানেও হয়তো বা এই বিষয়ে একটা গেম খেলেছেন। যেহেতু সে এখন রাজনীতিবিদ। আওয়ামী লীগের সাতমাসের এমপি ছিলেন তিনি।’

সবশেষ ভারত সফরে কানপুর টেস্টের আগে সাকিব বলেন, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নিতে চান তিনি। আশরাফুলের মতে, কানপুরে খেলে অবসর নিলেই ভালো করতেন সাকিব।

‘কানপুরেই সাকিব টেস্ট ক্যারিয়ার শেষ করলে আজ হয়তো আমাদের এই পরিস্থিতি দেখতে হতো না। আমি তো মনে করি সাকিব যদি এখনো ফেইসবুক লাইভে এসে নিজের ভুল শিকার করে একটা বক্তব্য দেন তাহলে মানুষ হয়তো তাকে ক্ষমা করতেও পারে।’

Leave A Reply

Your email address will not be published.