সাউথ এশিয়ায় প্রথমবারের মতো দ্যা ফিউচার অব ইনসাইটস : ব্রিজিং ট্রেডিশনাল এন্ড ডিজিটাল এজ শীর্ষক মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে। শীর্ষস্থানীয় বাজার গবেষণা প্রতিষ্ঠান ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের আয়োজনে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় রাজধানীর ব্র্যাক সন্টোরে উক্ত মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত হয়।
উক্ত কনক্লেভে দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন সংস্থার মার্কেটিং ডিপার্টমেন্টের প্রধান এবং অন্যান্য প্রতিনিধি, পেশাজীবি এবং অন্যান্য সেক্টরের কর্মকর্তা ও কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেটাস্কেপরিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের পরিচালক মেহেদি হাসান এবং মোঃ হাবিবুর রহমান।
প্রথম পর্বে স্বাগত বক্তৃতা করেন ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের ইনোভোশন এ্যন্ড ইনসাইটস পরিচালক আবদুল্লাহ আল মামুন।
এরপর কনক্লেভের মূল কার্যক্রম হিসেবে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত তরুণ পেশাজীবীদের নিয়ে উইনিং কনজ্যুমার এটেনশন ইন এ্যা নয়েজি ওয়ার্ল্ড বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আবুল খায়ের গ্রুপের হেড অফ রিসার্চ ওয়ালিউল মুতাসিম মতিন।
কনক্লেভের দ্বিতীয় পর্বে স্বাগত বক্তৃতা করেন ডাটাস্কেপ একাডেমির পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন। অনুষ্ঠানের হাও কনজ্যুমার ডিসিশন-মেকিং হ্যাজ ইভল্ভড ইন দ্যা ডিজিটাল এরিয়া, ফোকাসিং অন দ্যা ইন্টারপ্লে বিটউইন ট্রাষ্ট, ইনফ্লুয়েন্সার ইম্প্যাক্ট এন্ড দ্যা রোল অব রিয়েল-টাইম এনগেজমেন্ট শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের হেড অফ মার্কেট রিসার্চের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন।
ইনফ্লেশন এন্ড ব্রান্ড লয়েল্টি : নেভিগেটিং কনজ্যুমার চয়েজ ইন আনসারটেইন টাইমস শিরোনামে প্যানেল ডিস্কাশনের আলোচনা করেন ডাবর বাংলাদেশের হেড অব মার্কেটিং তানভীর আনোয়ার, গোদরেজ বাংলাদেশের হেড অব মার্কেটিং ভাস্কর কুমার দে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রফেসর ড. শেখ মোহাম্মদ রফিউল হক, ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের পরিচালক মাহমুদুন নবী।
প্যানেল ডিস্কাশন সঞ্চালনা করেন বিটনিক মার্কেটিং কমিউনিকেশনসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মীর শাহাদাত হোসেন। অতিথি হিসেবে বক্তৃতা করেন বার্জার পেইন্টস বাংলাদেশের মার্কেটিং পরিচালক শামিম জামান।
আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানে ডাটাস্কেপের পক্ষ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের নিয়ে স্মার্ট প্যানেলের যাত্রা ঘোষণা করা হয়।ডেটাস্কেপরিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের পরিচালকবৃন্দ আবদুল্লাহ আল মামুন, মেহেদি হাসান, হাবিবুর রহমান এবং উপ-পরিচালক জুলফিকার মইন অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।
সমাপনি বক্তৃতা করেন ডেটাস্কেপরিসার্চ এন্ড কনসাল্টেন্সি লিমিটেডের পরিচালক মাহমুদুন নবী।