দৈনিক খুলনা
The news is by your side.

সঠিক বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে সাতক্ষীরায় নাগরিক সংলাপ

23

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন নগর গড়ার দাবিতে রবিবার (২৮ সেপ্টেম্বর) এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) ও এডুকেশন কালচার অ্যান্ড ডাইভারসিটি প্রোটেকশন টিম।

অংশগ্রহণকারীরা জানান, সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সাতক্ষীরা শহর এখন যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। শহরে কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নেই, বৃষ্টির পানিতে আবর্জনা ভেসে বেড়ায়, নির্দিষ্ট ডাম্পিং স্টেশন নেই, এমনকি পৌরসভায় কোনো আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রও গড়ে তোলা হয়নি। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও সাতক্ষীরা পৌরসভার সেবার মান অনেক নিচু পর্যায়ে বলে তারা অভিযোগ করেন। বক্তারা সতর্ক করে বলেন, এ অবস্থা চলতে থাকলে সাতক্ষীরা পৌরসভা বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই দ্রুত কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়ে তোলার দাবি জানান তারা।

সংলাপে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান, নাগরিক নেতা অধ্যাপক মোজাম্মেল হোসেন, নাগরিক নেতা হেনরি সরদার, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, হেড’র নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, মমতাজ আহমেদ বাপী, মিজানুর রহমান, গোলাম সারোয়ার, এসএম বিপ্লব হোসেন, নাজমুস শাহাদাত জাকির, সাতক্ষীরা পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক ইদ্রিস আলী, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, বারসিকের প্রোগ্রাম কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুবকর্মী তারিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা কুমারেশ মজুমদার ও বিউটি খাতুন প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.