দৈনিক খুলনা
The news is by your side.

শেখ হাসিনা সেনানিবাসসহ ১৬ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হচ্ছে

18

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারবর্গ এবং তার সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নামে থাকা সেনানিবাসসহ বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ১৬ সংস্থার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ ব্যাপারে আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা উপদেষ্টার দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার দপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।

সংস্থাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু সেনানিবাসের নাম পরিবর্তন করে যমুনা সেনানিবাস, কিশোরগঞ্জের মিঠামইনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস এর নাম পরিবর্তন করে মিঠামইন সেনানিবাস, বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস এর নাম পরিবর্তন করে বরিশাল সেনানিবাস, শরিয়তপুর জাজিরায় শেখ রাসেল সেনানিবাস এর নাম পরিবর্তন করে পদ্মা সেনানিবাস করা হয়েছে।

এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারিতে বঙ্গবন্ধু কমপ্লেক্স (ভাস্কর্যসহ) এর নাম পরিবর্তন করে বিএমএ একাডেমি কমপ্লেক্স, চট্টগ্রামের হালিশহরে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স-১ এবং ২ এর নাম পরিবর্তন করে আর্টিলারি সেন্টার এন্ড স্কুল, কক্সবাজারের রামুতে মুজিব রেজিমেন্ট আর্টিলারি পরিবর্তন করে-১ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি করার প্রস্তাবনা রয়েছে।

এছাড়া শরিয়তপুরে বঙ্গবন্ধু কম্পোজিট মিলিটারি ফার্ম চরজানাজাত-কে কম্পোজিট মিলিটারি ফার্ম জাজিরা, ঢাকার বিজয় সরণীতে অবস্থিত এডহক বঙ্গবন্ধু সামরিক যাদুঘরকে ‘বাংলাদেশ সামরিক যাদুঘর’, ঢাকা সেনানিবাসের বঙ্গবন্ধু যাদুঘরকে ‘স্বাধীনতা যাদুঘর’, টাঙ্গাইলের ভুয়াপুরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে ‘যমুনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’, নারায়ণগঞ্জের জলসিঁডির শেখ রাসেল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজকে ‘আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’, জলসিঁডি নামকরণ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.