আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্যে হস্তক্ষেপ ও বিচারকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করে।
ভারতে অবস্থানরত শেখ হাসিনা বিভিন্ন সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সম্পর্কে টকশো ও দলীয় সভায় মন্তব্য করেন, যেখানে বিচারাধীন মামলাগুলোর বিষয়ে আলোচনা এবং বিচারকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। এ ধরনের বক্তব্য আদালতের প্রতি অবজ্ঞা ও হস্তক্ষেপমূলক বিবেচনা করে আদালত অবমাননার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
এ প্রেক্ষিতে গত ৩০ এপ্রিল প্রধান প্রসিকিউটর শেখ হাসিনা ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন। একই দিনে ট্রাইব্যুনাল অভিযোগটি গ্রহণ করে এবং ১৫ মে’র মধ্যে তাদের লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেয়। তবে নির্ধারিত সময়েও কোনো জবাব না আসায় পরবর্তীতে ২৫ মে অভিযুক্তদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।
প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়, শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে আদালতের আদেশ জানানো হলেও তিনি স্বশরীরে আদালতে হাজির হননি, এমনকি কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার উদ্যোগও নেননি।
সবশেষে, আদালতের নির্দেশ অবজ্ঞা এবং বিচারক-সংক্রান্ত মন্তব্যকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে ট্রাইব্যুনাল তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করে।