আইপিএলে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শাস্তি পেলেন পাঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে পাঞ্জাব কিংস-চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেন ম্যাক্সওয়েল।
আইপিএলের বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন ‘মাঠের স্থাপনা বা উপকরণে অশোভন আচরণ করেছেন, যা আচরণবিধির ২.২ ধারা লঙ্ঘনের মধ্যে পড়ে।’ ম্যাক্সওয়েল নিজের দোষ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন।
ম্যাচে পাঞ্জাব কিংস প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে ম্যাক্সওয়েল নামেন ছয় নম্বরে ব্যাটিংয়ে। কিন্তু মাত্র দ্বিতীয় বলেই চেন্নাইয়ের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন সাজঘরে। এরপরও পাঞ্জাবের ইনিংসে বিস্ফোরক পারফরম্যান্স দেন প্রিয়াংশ আর্য। মাত্র ৪২ বলে ১০৩ রান করেন তিনি। শশাঙ্ক সিং অপরাজিত ৫২ এবং মার্কো জ্যানসেন অপরাজিত ৩৪ রান করেন, যার ফলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২১৯ রান।
জবাবে চেন্নাই ব্যাট করতে নামলে ম্যাক্সওয়েলই প্রথম সাফল্য এনে দেন, রাচিন রবীন্দ্রকে স্টাম্পিংয়ে ফিরিয়ে দিয়ে। শেষ পর্যন্ত পাঞ্জাব ১৮ রানে জয় লাভ করে।