দৈনিক খুলনা
The news is by your side.

শীর্ষ উপার্জনকারী খেলোয়াড় রোনালদো

155
অনুসারীদের বড় দিনের শুভেচ্ছা জানিয়ে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো।

শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল ছেড়ে খেলছেন সউদী প্রো লিগে। তবু আয় কমেনি ক্রিস্তিয়ানো রোনালদোর।

উপার্জনকারী খেলোয়াড়দের তালিকায় এখনও শীর্ষে আছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার।মার্কিন সাময়িকী ‘ফোর্বস’- এর সর্বোচ্চ আয়ের তালিকায় রোনালদোর পরেই আছেন স্প্যানিশ গলফার জন রাম। আর তিনে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

এই তালিকায় চারে আছেন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস। পাঁচে রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

এ বছর রোনালদোর আয় ২৬ কোটি মার্কিন ডলার। নারী ক্রীড়াবিদদের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করেছেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা কোকো গফ, ৩ কোটি ৪ লাখ ডলার।

পুরুষ ক্রীড়াবিদদের মধ্যে দুইয়ে থাকা জন রামের আয় ২১ কোটি ৮০ লাখ ডলার। মেসির আয় রোনালদোর প্রায় অর্ধেক। ইন্টার মায়ামি তারকা এ বছর ১৩ কোটি ৫০ লাখ ডলার আয় করেছেন।

মার্কিন বাস্কেটবল তারকা লেব্রন জেমস আয় করেছেন ১২ কোটি ৮০ লাখ ডলার। ১১ কোটি ডলার আয় নিয়ে পাঁচে এমবাপ।

Leave A Reply

Your email address will not be published.