ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেন রোববার এক রুদ্ধশ্বাস নাট্যমঞ্চে পরিণত হয়। থাইল্যান্ডে ছুটি কাটাতে যাচ্ছিলেন ঢালিউডের আলোচিত তারকা নুসরাত ফারিয়া। কিন্তু ঠিক তখনই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বিমানবন্দর সূত্র জানাচ্ছে, তার বিরুদ্ধে রয়েছে ভাটারা থানায় দায়ের হওয়া এক ভয়ঙ্কর হত্যাচেষ্টা মামলা, যার শিকড় ২০২৪ সালের উত্তাল বৈষম্যবিরোধী আন্দোলনে। আরও বিস্ফোরক তথ্য—সেই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও অর্থের জোগানদাতা হিসেবে আওয়ামী লীগের হয়ে কাজ করার অভিযোগে এই নায়িকাকে করা হয়েছে মামলার অন্যতম আসামি। বিমানবন্দরের রোদের নিচে চকচকে সানগ্লাস আর হালকা ব্যাগ হাতে আত্মবিশ্বাসী চেহারায় এসেছিলেন ফারিয়া। কিন্তু পরিস্থিতি এমন রূপ নেবে, তা হয়তো স্বপ্নেও ভাবেননি তিনি।