দৈনিক খুলনা
The news is by your side.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি বিপ্লব ঘটিয়ে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করতে তিনি নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন – আমীর এজাজ খান

131

খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খুলনা -১ আসনের ধানেরশীষ প্রতিকের কান্ডারী ১৩ তম সংসদ নির্বাচনে বিএনপির পুনরায় দলীয় মনোনয়ন প্রত্যাশী আমীর এজাজ খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষি বিপ্লব ঘটাতে ও বাংলাদেশের মানুষের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে নানা কর্মসূচি হাতে নিয়েছেন ।

পাশাপাশি তা বাস্তবায়ন করতে কাজও শুরু করেছিলেন । পরবর্তীতে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর অসমাপ্ত কাজ সমাপ্ত করেন । বিগত ফ্যাসিবাদী সরকার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও হামলা করে দলকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল । কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল । জনগণের দল ও দলের নেতাকর্মীদের মামলা ও হামলা দিয়ে নিঃশেষ করা কখনোই সম্ভব নয় । বিএনপিকে নিশ্চিহ্ন করতে গিয়ে আ”লীগ নিজেই নিশ্চিহ্ন হয়ে পড়েছে ।

বিগত সংসদ নির্বাচন গুলোতে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমাকে বিপুল সংখ্যক ভোট দিলেও ফ্যাসিবাদীরা জোর করে ক্ষমতা দখল করে নিয়েছিল । আগামীতে বিএনপি জনগণের দল হিসেবে জাতীয় নির্বাচনে জয়যুক্ত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এটা বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশা ।

বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারে কৃষকদলের আয়োজনে গতকাল রবিবার বিকেলে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলো বলেন । উপজেলা কৃষকদলের সভাপতি আবুল হোসেন তালুকদার’র সভায় আলোকিত ও বরেণ্য অতিথি ছিলেন খুলনা জেলা কৃষকদলের সভাপতি মোল্লা কবীর হোসেন ।

সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ শেখ । উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ বাপ্পী খান ও উপজেলা কৃষকদলের সিঃ সহ-সভাপতি মোঃ নাসির’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের নেতা গোলাম মৃধা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিকু, সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বাহাদুর মুন্সী, বিএনপি নেতা মোঃ কাশেম, কৃষকদল নেতা যথাক্রমে, সবুজ, গাজী আসাদ, মোঃ মফিজ শেখ, মোঃ সাব্বির হাসান, আসাদুল বিশ্বাস, মাসুদ রানা, সঞ্জয় ঢালী প্রমূখ । সভা শেষে সকলের মাঝে তোবারক বিতরণ করা হয় ।

Leave A Reply

Your email address will not be published.