দৈনিক খুলনা
The news is by your side.

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী

৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ।

100

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর খান জাহান আলী থানার যোগীপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩০ শে মে শুক্রবার জুম্মা বাদ তেলিগাতী শেখ চত্বরে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

যোগীপোল ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মীর শওকত হোসেন হিট্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, প্রধান বক্তা ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, বিশেষ অতিথি ছিলেন যোগীপোল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মেম্বার মামুন শেখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইকবাল হোসেন মিজান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, থানা যুবদল নেতা মেহেদী হাসান বাপ্পি। এছাড়া উপস্থিত ছিলেন যোগীপোল ৩ নং ওয়ার্ডের কাজী হাফিজুর রহমান, মিজান শেখ, হাবিবুল্লাহ বিল্লালি আব্দুল করিম মোল্লা,মশিউর রহমান আবুল কালাম আজাদ যুবদলের আল আমিন হাওলাদার, রাকিব হোসেন, হাফিজুর রহমান, নাসিম শেখ, ছাত্রদলের সাদ্দাম হোসেন, তানভীর আহমেদ, কাজী রিফাতুল ইসলাম, কাজী হৃদয় সহ বিএনপি অঙ্গ সংগঠন , সমর্থক, ও এলাকায় সাধারন জনগণ।

প্রধান বক্তা আবু সাঈদ হাওলাদার আব্বাস তার বক্তব্যে বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক ছিলেন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার অত্যন্ত সুনাম ছিল।

জিয়াউর রহমানের মৃত্যুতে বাংলাদেশ তার শ্রেষ্ঠ সন্তানকে হারিয়েছে। জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনায় খান জাহান আলী থানা এলাকার সকল মসজিদে জুম্মার নামাজের শেষে দোয়া ও তবারকের ব্যবস্থা করা হয়।

তিনি আরও বলেন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির অভিভাবক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে শনিবার সকাল ৯ থেকে এজাক্স জুট মিল কলোনিতে সকলের জন্য উন্মুক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা থাকবে। দোয়া পরিচালনা করেন খানা বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মোঃ জুবায়ের হোসেন। দোয়া শেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave A Reply

Your email address will not be published.