বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন এক অধ্যায়ের সূচনা হলো অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে পূর্ণকালীন অধিনায়ক ঘোষণা করার মধ্য দিয়ে। যদিও এই প্রথম নয়—গত বছরই নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে চার ম্যাচের জন্য নেতৃত্ব পেয়েছিলেন তিনি। ফলাফল অবশ্য আশানুরূপ হয়নি, তবে মিরাজ ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন, তুলে নিয়েছিলেন তিনটি ফিফটি।
এবার পরিস্থিতি ভিন্ন। স্বল্পমেয়াদি নয়, মিরাজকে এক বছরের জন্য ওয়ানডে দলের নেতৃত্বে রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও এই সময়ে কোনো ওয়ানডে বিশ্বকাপ নেই, প্রশ্ন থেকেই যাচ্ছে—এই এক বছর পরও কি নেতৃত্বে মিরাজই থাকবেন? বিশ্বকাপ ২০২৭ পর্যন্ত তার উপর আস্থা রাখবে বিসিবি?
আজ শুক্রবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই প্রশ্নের মুখোমুখি হন মিরাজ। সরল জবাবে তিনি বলেন, “বেশি সময় ধরে থাকলে ভালো হয়। কিন্তু সেটা বোর্ডের এখতিয়ার। বোর্ডই ভালো বলতে পারবে, তারা কাকে কতদিনের জন্য অধিনায়ক করবে, রাখবে।”
মিরাজ মনে করছেন, বিসিবি বর্তমানে ওয়ানডে দলের নেতৃত্বের বিষয়টি ধাপে ধাপে এগিয়ে নিতে চায়। তিনি বলেন, “আমার মনে হয়, বোর্ড আগে ওয়ানডে দলকে দাঁড় করানোর চেষ্টা করছে। সে চিন্তাটাই এখন আগে। এরপরের প্ল্যান কী হবে, সেটা সময়ই বলে দেবে।”
বর্তমানে বাংলাদেশ ওয়ানডে দল ভালো সময় পার করছে না। আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে সর্বশেষ সাত ওয়ানডের ছয়টিতেই হেরেছে দল। এই ব্যর্থতার ধারায় পরিবর্তন আনতেই বোর্ডের এমন পরিকল্পনা বলে মনে করছেন মিরাজ।
তিনি আরও যোগ করেন, “ওয়ানডেতে আমরা এখন একটু স্ট্রাগল করছি। দু’জন সিনিয়র প্লেয়ার অবসরে গেছেন। আমার কাছে মনে হয় যারা সুযোগ পাবে, তাদেরও এক বছরের মধ্যে সব কিছু সেট করতে হবে।”