দৈনিক খুলনা
The news is by your side.

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠক!

88

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে লন্ডন রওনা হয়েছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতেই এ সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সফরকালে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে পারে বলে জানা গেছে।

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা জানিয়েছেন, এই সম্ভাব্য বৈঠকটি হতে পারে সফরের শেষ দিন—১৩ জুন।

এর আগে ৪ জুন সফর সংক্রান্ত এক ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পাবেন। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গেও তার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি, অন্যান্য জ্যেষ্ঠ মন্ত্রী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গেও ড. ইউনূসের সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিশ্বব্যাপী মানবিক ও টেকসই উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ড. ইউনূসকে ‘কিং চার্লস তৃতীয় হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’-এ ভূষিত করা হচ্ছে। রাজা তৃতীয় চার্লস তার আজীবন কর্মযজ্ঞের জন্য এই সম্মাননা দিয়েছেন। ১২ জুন লন্ডনের সেন্ট জেমস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানে তাকে এ পুরস্কার দেওয়া হবে।

প্রসঙ্গত, ‘দ্য কিংস ফাউন্ডেশন’ ১৯৯০ সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলসের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি দাতব্য সংস্থা, যা প্রতি বছর টেকসই উন্নয়ন ও মানবিক সাফল্যে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করে।

সফরের অংশ হিসেবে অধ্যাপক ইউনূস কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)-র মহাসচিবদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানে তিনি বাংলাদেশের আন্তর্জাতিক পরিমণ্ডলে অংশগ্রহণ ও কার্যক্রম তুলে ধরবেন।

এছাড়া ১১ জুন তিনি রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স—চ্যাথাম হাউসে একটি বিশেষ বক্তৃতা দেবেন, যা তার জনসাধারণের কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রধান উপদেষ্টার দেশে ফেরার সম্ভাব্য তারিখ ১৪ জুন।

এদিকে ড. ইউনূসের যুক্তরাজ্য সফর চলাকালে তার সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, টিউলিপ সিদ্দিক ড. ইউনূসের সঙ্গে দুর্নীতির অভিযোগ ঘিরে ‘ভুল বোঝাবুঝির’ অবসান ঘটাতে চান।

তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এখন পর্যন্ত অধ্যাপক ইউনূস টিউলিপের পাঠানো কোনো চিঠি পাননি।

 

Leave A Reply

Your email address will not be published.