রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তাদের নিজ দেশে ফেরার মতো পরিবেশ তৈরির ওপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে, তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহায়তা ও মিয়ানমারের সঙ্গে কার্যকর আলোচনার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় ড. ইউনূস এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে পুরো অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বিমসটেক এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ সবসময় উন্মুক্ত আঞ্চলিক সহযোগিতার পক্ষে। আমরা এমন একটি অঞ্চল গঠনের স্বপ্ন দেখি, যেখানে সব দেশ সমতার ভিত্তিতে পারস্পরিক স্বার্থ ও সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করবে।
বিশ্ব জনসংখ্যার প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, “বিমসটেক অঞ্চল বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জনগণের আবাসস্থল। অনেকে এটিকে সমস্যা মনে করলেও, সঠিক নীতি ও নেতৃত্ব থাকলে এই বিশাল জনসংখ্যাই সবচেয়ে বড় সম্পদে পরিণত হতে পারে।” তিনি আরও বলেন, “নানামুখী চ্যালেঞ্জ সত্ত্বেও, উদ্যোগ ও সদিচ্ছা থাকলে এই অঞ্চল একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে।”