দৈনিক খুলনা
The news is by your side.

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা শিথিল করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

70

বিশ্ব রাজনীতিতে নতুন মোড়! রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল শনিবার ইউক্রেন পরিস্থিতি ও ‘একতরফা নিষেধাজ্ঞা’ শিথিলের বিষয়ে আলোচনা করেছেন। মস্কো জানিয়েছে, আলোচনায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা নিয়েও কথা হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করে চমক লাগিয়ে দিয়েছেন ইউরোপীয় মিত্রদের। হঠাৎ এই আলোচনা শুরু হওয়ায় সবাই হতবাক। সূত্র বলছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে শিগগিরই দুই দেশের কর্মকর্তারা মুখোমুখি বসতে যাচ্ছেন।

কিন্তু ইউক্রেনকে কি রাখা হচ্ছে একপাশে? ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার ক্ষোভ প্রকাশ করে জানান, তার দেশকে সৌদি আরবে আলোচনায় আমন্ত্রণই জানানো হয়নি! তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কৌশলগত অংশীদারদের সঙ্গে পরামর্শের আগেই কিয়েভ রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে না।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ল্যাভরভ-রুবিও বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে সংলাপ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশেষভাবে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়েও কথা হয়েছে। তবে কোন নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়েছে, তা স্পষ্ট করেনি মস্কো।

বিশ্বজুড়ে কিয়েভের মিত্ররা ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল। বাইডেন প্রশাসনের আরোপিত এই নিষেধাজ্ঞা রুশ অর্থনীতিকে দুর্বল করতেই দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন কি সেই কঠোর নীতি থেকে সরে আসছে?

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রুবিও আলোচনায় ট্রাম্পের যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। একইসঙ্গে অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যুতে একসঙ্গে কাজ করার বিষয়েও কথা হয়েছে।

আরও বড় চমক? মস্কো বলছে, ল্যাভরভ-রুবিও শুধু ইউক্রেন যুদ্ধ নয়, ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। দুই দেশের প্রেসিডেন্টদের মধ্যে সম্মানজনক সংলাপ পুনরুদ্ধারের বিষয়েও কাজ চলছে।

গত বুধবার ট্রাম্প ও পুতিন এক ঘণ্টার বেশি ফোনে কথা বলেছেন। এত লম্বা আলোচনা, অথচ কী কথা হয়েছে, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের আগে বাইডেনের সঙ্গে শেষবার কথা বলেছিলেন পুতিন।

Leave A Reply

Your email address will not be published.