বড় ধরনের কোনো সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ধর্মীয় চাপে বাতিল করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি শুধুমাত্র একটি কমিশনের প্রস্তাব, কোনো সরকারি সিদ্ধান্ত নয়।
তিনি বলেন, ‘আমাদের দেশে যত সংস্কার কমিশন হয়েছে, সব ক্ষেত্রেই কিছু না কিছু ভিন্নমত এসেছে। এটিও তার ব্যতিক্রম নয়।’
ভিন্নমতের প্রকাশে সহনশীলতা ও শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে মতপ্রকাশ শালীনভাবে হলেও কিছু ক্ষেত্রে তা ছিল বিদ্বেষমূলক ও অবমাননাকর। এটি জাতির জন্য গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও বলেন, সমাজে ভিন্নমতের চর্চা থাকা উচিত, তবে তা হতে হবে সম্মানজনক ও দায়িত্বশীল ভাষায়।