কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো রাজনীতিতে আর থাকবেন না বলে ঘোষণা দিয়েছেন। শুক্রবার মন্ট্রিয়লে এক বিদায়ী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ট্রুডো মন্ট্রিয়লের প্যাপিন্যূ এলাকার এমপি হিসেবে কাজ করেছেন। প্রথমবার পাপিন্যূ থেকে লিবারেল পার্টির নমিনেশন চান তিনি। তখন তাকে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হয়েছিল।
এটি ছিল ট্রুডোর বিদায় অনুষ্ঠান। তিনবারের এমপি হিসেবে পাপিন্যূ রাইডিং থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। রাইডিংয়ের সদস্যরা অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান।
বিদায়ী বক্তৃতায় ট্রুডো বলেন, “আমি আর নির্বাচনে দাঁড়াব না।” তার দাদার বাবা, দাদা এবং তিনি একে একে সংসদে প্রতিনিধিত্ব করেছেন। তার বাবা ছিলেন কানাডার প্রধানমন্ত্রী, এবং তার নেতৃত্বে দেশ পরিচালিত হয়েছে।
ট্রুডো ছিলেন এক সজ্জন ও স্মার্ট রাজনীতিক, যিনি কানাডার অর্থনীতি কোভিড-পরবর্তী সময়ে সুষ্ঠুভাবে পরিচালনা করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা জানান, কানাডার নাগরিকরা তার অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাদের মতে, ট্রুডো রাজনীতি থেকে বিদায় নিলেও তার কাজের প্রভাব সবসময় মনে রাখা হবে।