দৈনিক খুলনা
The news is by your side.

রমজানে বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে খুলনার বিনা লাভের দোকান

68

দেশব্যাপী নিত্যপণ্যের দামের উত্তাপে পুড়ে ছাড়খার ক্রেতা সাধারণ।রমজানে লাগামহীন নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না কিছুতেই। এ অবস্থায় সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের উদ্দেশে বুধবার (৫ মার্চ) খুলনায় ‘বিনা লাভের দোকান’ শুরু হয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও টাস্কফোর্স, খুলনার ব্যানারে সাধারন শিক্ষার্থীরা এই উদ্যোগ গ্রহণ করেছে। নগরীর শিববাড়ীর মোড়ে সকাল ১১.৩০ থেকে বিকাল ০৫ পর্যন্ত এ দোকান চালু হয়েছে। ভিন্ন রকম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, বিনা লাভের দোকানে ডিম ১ পিস ১০ টাকা, ছোলা ১ কেজি ৮০ টাকা, পেঁয়াজ ১ কেজি ৪৫ টাকা ও বেগুন ৪০ টাকা,মুরি ৮০ টাকা,তেল ১ লিটার ১৪০ টাকা, ও শশা ১ কেজি ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এখানে বাজার করতে আসা ক্রেতারা বলছেন, বাজারের উর্ধ্বগতির সাথে দাম বাড়ানোর পাল্লা তাতে এই উদ্যোগ কিছুটা হলেও কাজ করবে। এখানে শিক্ষার্থীরা যে পণ্য বিক্রি করছে তার দাম বাজার থেকে ২০ থেকে ৪০ টাকা দাম কম। এই দামের পার্থক্য কমাতে শিক্ষার্থীদের এই উদ্যোগ সফল হবে বলে আশা করি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনার বাজার নিয়ন্ত্রণ টাস্কফোর্সের সদস্য হৃদয় ঘরামী বলেন, বিনা লাভের দোকানে ৫ই আগষ্টেরর বিজয়েরপর স্বৈরাচারী সরকার পালালেও তাদের দোসররা এখনও এই দেশে রয়ে গেছে, যারা এই বাজার নিয়ন্ত্রণ করছে। যার ফলে রমজান মাসে হঠাৎ করে বাজারে অস্থিরতা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফেরাতে এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে আমাদের এই পদক্ষেপ।

Leave A Reply

Your email address will not be published.