দৈনিক খুলনা
The news is by your side.

রঙিন উৎসবে মেতেছে উপকূলের মুন্ডা শিশুরা

20

কয়রা(খুলনা)প্রতিনিধিঃখুলনার কয়রা উপজেলার শাকবাড়িয়া নদী তীরে মুন্ডা সম্প্রদায়ের বসবাস।নদীর নোনা জলে ভেজা প্রাকৃতিক দূর্যোগে ভাঙা ঘর, অভাব-অনটন আর দারিদ্র্যের ভারে নুয়ে থাকে এখানকার মানুষের জীবন। এই বাস্তবতার ভেতর বেড়ে ওঠা শিশুদের কাছে উৎসব মানেই যেন স্বপ্ন।

আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের শিশুদের নিয়ে একদিনের রঙিন উৎসবের আয়োজন করা হয়। আয়োজনে ছিলো বিভিন্ন খেলা, চিত্রাংকন, মোরগ লাড়াই,হাঁড়িভাঙ্গা,বেলুন ফুটানো, কেউবা রঙিন খাতায় তুলির আঁচড়ে এঁকে যাচ্ছে নিজের শৈশবের স্বপ্ন।

রবিবার (৩১আগষ্ট) বিকাল ৩টায় ৬নং কয়রা মুন্ডা পাড়া সংলগ্ন প্রাইমারি স্কুলে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের ১০ম বর্ষপূর্তি উপলক্ষে মুন্ডা শিশুদের নিয়ে আয়োজন করা হয় শিশুদের এই রঙিন উৎসব। এই উৎসবে ৩০ জন মুন্ডা শিশু অংশ নেয়।

আমরা বন্ধু ইয়ুথ টিম কয়রার টিম লিডার সাংবাদিক ফরহাদ হেসেনের সভাপতিত্বে ও সদস্য আশিকুজ্জামানের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী,আইসিডির উপদেষ্টা মাওঃ মুস্তাফিজুর রহমান, খুলনা জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নিরাপদ মুন্ডা, রাকিবুল হাসান বাদশা,আমিরুল ইসলাম সুব্রত মুন্ডা, প্রসনজিৎ মুন্ডা, সাব্বির হোসেন, শফিউল্লাহ মুসলিমা খাতুন সঞ্জয় বাইন প্রমুখ

মুন্ডা শিশু সুখদেব মুন্ডা বলেন, আমাদের নিয়ে এমন আয়োজন আগে কখনো কেউ করিনি আমরা এমন আয়োজনে অংশগ্রহ করতে পেরে খুবই আনন্দিত।

আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এস এম নাহিদ হাসান জানান,আমাদের দশ বছরের পথচলার সবচেয়ে বড় আনন্দ হলো এই শিশুদের মুখে হাসি দেখা। প্রান্তিক ও আদিবাসী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য আর বিনোদনের অধিকার নিশ্চিত করতেই আমরা কাজ করছি। সামনে আরও বড় আয়োজন করার স্বপ্ন দেখি।

কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াছাদ আলী
শিশুদের উচ্ছ্বাস দেখে বলেন, উপকূলের সুবিধা বঞ্চিত মুন্ডা শিশুদের মুখে হাসি ফোটানোই আজকের সবচেয়ে বড় পাওয়া। মুন্ডা শিশুদের নিয়ে আলাদা ভাবে এমন ব্যাতিক্রমী প্রগ্রাম আগে কখনো হয়নি।

মুন্ডা শিশুদের এই উৎসব পুরস্কার হাতে নিয়ে যখন শিশুরা গোলপাতায় ঘেরা গেট পেরিয়ে হাসিমুখে ঘরে ফিরলো, তখন পুরো মুন্ডা পাড়া ভরে উঠলো রঙিন শৈশবের প্রতিশ্রুতিতে।

 

Leave A Reply

Your email address will not be published.