বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের পক্ষে খান জাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ শনিবার দিনব্যাপী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেসিসি ২ নং ওয়ার্ড ও যোগীপোল ইউনিয়নে ঈদ বস্ত্র বিতরণ করেন। খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস এর তত্ত্বাবধানে খান জাহান আলী থানা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যোগীপোল ইউনিয়নের ক্যান্সার আক্রান্ত দবির হাওলাদার, বিএনপির নেতা করিম শেখ এবং কেসিসি ২ নং ওয়ার্ডের মৃত আশরাফ ঢালীর পরিবারকে আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষে ঈদ উপহার প্রদান করেন।