যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন কয়েকশ’ সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, বাংলাদেশ সরকারের আইনি অনুরোধের ভিত্তিতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
বুধবার আল-জাজিরার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, মানি লন্ডারিংয়ের অভিযোগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে এনসিএ। সাবেক এই মন্ত্রী ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে।
সম্পত্তি জব্দের বিষয়ে এনসিএ-এর একজন মুখপাত্র নিশ্চিত করে বলেন, চলমান তদন্তের অংশ হিসেবে সাইফুজ্জামান চৌধুরীর একাধিক সম্পত্তির বিরুদ্ধে ফ্রিজিং অর্ডার জারি করা হয়েছে। এই আদেশের ফলে তিনি সেসব সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করতে পারবেন না।
জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে—সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে দেশটিতে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে, যার সম্মিলিত মূল্য প্রায় ১৬ কোটি পাউন্ড।
এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে আল-জাজিরা ‘দ্য মিনিস্টার্স মিলিয়নস’ শিরোনামে প্রকাশিত এক অনুসন্ধান প্রতিবেদনে জানায়, বিশ্বব্যাপী প্রায় ৫০ কোটি মার্কিন ডলারের সম্পদ কিনেছেন সাইফুজ্জামান চৌধুরী। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই রয়েছে প্রায় ৩৬০টি বাড়ি।
এখন পর্যন্ত সাইফুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই পদক্ষেপে তার বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের গতি আরও বাড়বে বলে ধারণা বিশ্লেষকদের।