যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রেকসোনা খাতুনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহাবুদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার সাবেক আমির আব্দুস ছামাদ, অনুপ চৌধুরী, মাওলানা রেজাউল ইসলাম, অধ্যাপক তবিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে অধ্যাপক মোক্তার আলী সাংবাদিকদের বলেন, কেশবপুরের সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি নির্বাচন করছি। জনগণের ভালোবাসা ও দোয়া পেলে আমি এই আসনকে একটি মডেল সংসদীয় এলাকায় রূপান্তর করতে চাই।
এ সময় দলীয় নেতাকর্মীরা নির্বাচনকে ঘিরে এলাকায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালানোর প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, যশোর-৬ (কেশবপুর) আসনে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ইতোমধ্যে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন, ফলে পুরো এলাকায় ক্রমেই নির্বাচনী উত্তাপ বাড়ছে।