যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠে উৎস মুখর পরিবেশ । সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১ টায় বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আবুল হোসেন আজাদ কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার সহকারি রিটানিং অফিসার রেকসোনা খাতুনের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী মাহাবুদ হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস ছামাদ বিশ্বাস এবং কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আব্দুর রাজ্জাক, বিএনপির উপজেলা শাখার সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাবর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, ৯নং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি , সদস্য উপজেলা বিএনপি আব্দুল মজিদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অংগসংগঠন সমুহের নেতৃবৃন্দ ।
পাশাপাশি আরও দু’জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির দাঁড়িপাল্লার প্রার্থী অধ্যাপক মোঃ মোক্তার আলী এবং এবি পার্টির মোঃ মাহমুদ হাসান।
একাধিক প্রার্থীর মনোনয়ন সংগ্রহের এবং জমা দেওয়ার মধ্য দিয়ে যশোর-৬ কেশবপুর আসনে নির্বাচনী প্রতিযোগিতা ক্রমেই জমে উঠছে। এলাকায় বাড়ছে নেতাকর্মী ও সাধারণ ভোটারদের কৌতূহল, শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রাণচাঞ্চল্য ফিরছে কেশবপুরের রাজনীতির মাঠে।