দৈনিক খুলনা
The news is by your side.

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

13

বেনাপোল প্রতিনিধিঃ যশোরের কোতোয়ালি থানা এলাকা থেকে ১১৯ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক পাচারকারী আটক করেছেন বিজিবি সদস্যরা। আটক শরিফুল ইসলাম সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে।

বিজিবি জানায়, রবিবার (৯ নভেম্বর) রাতে যশোর বিজিবি’র একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালি থানার বাউলিয়া বাজার থেকে শরিফুল ইসলামকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় ১১৮ দশমিক ৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার বাজার মূল্য ২০ লাখ ৭৫ হাজার টাকা।

আটক আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি ঢাকা থেকে যশোর ও বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তিনি আরও জানান, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল আসছিলেন। আটক আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.