মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে ভোটে অংশ গ্রহনকারি একটি প্যানেলের নির্বাচন পরিচালনার জন্য কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার বেলা ৪টার দিকে বিএনপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে কমিটি ঘোষণা করেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য, ইতিপুর্বে দল থেকে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে নমিনেশন প্রাপ্ত ও আগামী সংসদ নির্বাচনে নমিনেশন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন। কমিটির আহ্বায়ক করা হয়েছে পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইমলামকে।
আগামি ২৮ জুলাই মোরেলগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবার কথা রয়েরেছ। কাউন্সিলে ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে। ওই ভোটে সভাপতি পদে বিএনপির বর্তমান আহ্বায়ক শহিদুল হক বাবুল ও সাধারণ সম্পাদক পদে ফকির রাসেল আল ইসলামের পক্ষে নির্বাচন পরিচালনার জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণার সময় শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান বাচ্চু, ফারুক হোসেন সামাদ, আলী আজীম বাবুলসহ বিভিন্ন ইউনয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।