দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ জন খামারী স্টল সাজিয়েছেন

64

মোরেলগঞ্জ প্রতিনিধি:মোরেলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী। বুধবার(২৬ নভেম্বর) বেলা ১০টার দিকে প্রাণীসম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন সহকারি কমিশনার(ভূমি) অতীশ সরকার।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ। অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্মা গৌতম কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইকতিয়ার উদ্দিন, পৌর জামায়াতে ইসলামীর আমীর মো. রফিকুল ও প্রাণসিম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আয়সা সিদ্দিকা।

এবারের প্রাদর্শনীতে বিভিন্ন জাতের ঘোড়া, গরু, ছাগল, বিড়াল, কুকুর, কবুতর, হাস, মরিগী, উন্নত জাতের ঘাস ও বিভিন্ন ধরণের পিঠাসহ ৩০জন খামারী স্টল সাজিয়ে বসেছেন।

Leave A Reply

Your email address will not be published.