দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে দুর্বৃত্তদের দখলে স্লুইসগেট, প্রদিবাদে মানববন্ধন

155

মশিউর রহমান মাসুম, মোরেলগঞ্জ:বাগেরহাটের মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি জনগুরুত্বপূর্ন ¯øুইসগোট কয়েকমাস ধরে সাধারণ মানুষের কোন কাজে আসছে না। জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পরে শ্রেণিখালী ও পুটিখালী ইউনিয়নের সীমান্তবর্তী খালের ¯øুইসগেটটি স্থানীয় ৫-৭জন যুবক দখল করে নিয়েছে। তারা তাদের সুবিধামত গেট খুলে সেখানে জাল পেতে মাছ ধরছে।

ফলে, লবন পানি প্রবেশ করে শতশত বিঘা ফসলী জমির ফসল উৎপাদন ব্যহত হচ্ছে। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং প্রাকৃতিকভাবে মাছের বংশ বৃদ্ধি ব্যহত হচ্ছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার বেলা ১০টার দিকে স্লুইসগেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পার্শ্ববর্তী ১০ গ্রামের ভূক্তভোগীরা। ক্ষতিগ্রস্ত এলাকাবাসি এ সময় দড়ি কেটে গেটের কপাট ছেড়ে পানি চলাচল বন্ধ করে দেন।

মনবন্ধনে বক্তৃতা করেন পুটিখালী ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মো. খলিলুর রহমান শিকদার, ইউনিয়ন জামায়াতে ইসলমীর আমীর মাওলানা মো. নাজির আহমেদ, মো. তাইদুল ইসলাম, প্রভাষক সাইফুজ্জামান, ঈমাম রিয়াজুল গাজী, অধ্যাপক মাওলানা আবদুল কাদের, বিএওনপি নেতা তারি কুল ইসলাম শান্ত, জাহিদুল ইমলাম ও শিক্ষক মো. কামরুজ্জামান নাছির।

বক্তারা বলেন, স্লুইসগেট সংলগ্ন শোনাখালী গ্রামের কয়েকজন যুবক একটি রাজনৈতিক দলের ছাত্রছায়ায় গত ৫ আগষ্টের পরে গেটটির চাবি নিয়ে তাদের সুবিধামত পানি তোলে ও মাছ ধরে।

এতে খালে লবন পানি ঢুকে বলইবুনিয়া, দৈবজ্ঞহাটি, পুটিখালী, তেলিগাতী ও পঞ্চকরণ ইউনিয়নের কয়েক হাজার হেক্টর ফসলি জমির ফসল উৎপাদন কমে গেছে। খালটিতে বিষ প্রয়োগ করেও ওই দুর্বৃত্তরা কয়েক দফায় মাছ ধরেছে বলেও বক্তারা অভিযোগ করেন। এ বিষয়ে অতিসম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট সচিত্র অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহগী কর্মকর্তা মো. বদরুদ্দোজা বলেন, ভূক্তভোগীদের মানববন্ধনের খবর পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

শ্রেণিখালীর এই স্লুইসগেটটির নিয়ন্ত্রণ বেদখল হওয়ার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড বাগেরহাট জেলা নির্বাহী প্রকৌশলী আবু রায়হান মোহাম্মদ বলেন, মানববন্ধনের খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে গেটটি বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave A Reply

Your email address will not be published.