দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে একসাথে অর্ধশত শিশুর জন্মদিন পালন

128

বাগেরহাটের মোরেলগঞ্জে একসাথে অর্ধশত শিশুর জন্মদিন পালন করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় বুধবার বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কেট আনুষ্ঠানিকভাবে ৫০জন শিশুর জন্মদিন একত্রে পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের সাথে কেক কাটেন। একই সাথে তিনি শিশুদের মাঝে খাতা ও কলম বিতরণ করেন।

ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ এপি’র আওতায় ১ হাজার ৫ শত অসচ্ছল পরিবারের শিশু নিবন্ধিত রয়েছে। এরমধ্যে ৫০ জনের জন্মদিন একসাথে পালন করা হল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বীরেন্দ্রনাথ বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস।

এ ছাড়াও ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার, মিলিতা সরকার ও শিশুদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.