মোরেলগঞ্জ প্রতিনিধি:বাগেরহাটের মোরেলগঞ্জে আইন-শৃংখলা রক্ষাকারি বাহিনীর হেফাজতে মারা যাওয়া যুবক শাফায়েত তালুকদারের(৩০) দাফন সম্পন্ন হয়েছে। বাগেরহাট সদর হাসপাতালে লাশের পোস্টমর্টেম শেষে বুধবার(৭ মে) বিকেল ৬টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শাফায়েতের জানাজা নামাজে থানার ওসি মো. রাজিব আল রশিদসহ স্থানীয় বহু লোক অংশ গ্রহন করেন।
এর আগে, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে জিউধরা গ্রামে একজন ওয়ারেন্টি আসামীকে আটকের জন্য এসআই পিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। ওই অভিযানে জিউধরা গ্রামের ফারুক হোসেন তালুকদারের ছেলে শাফায়েত আটক হবার পরে পুলিশের হেফাজতে মারা যায়। শাফায়েত আইন-শৃংখলা রক্ষাকারি যৌথ বাহিনীর নির্যাতনে নিহত হয়েছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হলেও এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি।
এদিকে বাগেরহাট জেলা বিএনপি নেতা কজী খায়রুজ্জামান শিপন, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন শোকাহত পরিবারের সদস্যদের সাথে দেখা করে শান্তনা দিয়েছেন।
এ বিষয়ে থানার ওসি বলেন, শাফায়েতের মৃত্যুর বিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।