দৈনিক খুলনা
The news is by your side.

মোংলা-রামপাল-ফকিরহাট আসন তারেক জিয়াকে উপহার দেয়ার ঘোষণা

মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী জুলফিকার আলীর সমাবেশ

210

মোংলা প্রতিনিধি :মোংলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করে পৌর বিএনপি। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় পৌর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র ও মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী বলেন, এ আসনটিতে সবসময়ই আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছে। বিএনপি জোট থেকে জামায়াতকে দেয়া হলেও তারা কখনও এ আসনে জয়ী হতে পারেনি। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ এলাকা থেকে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ আসনটি উপহার দিবো। তিনি আরো বলেন, আমি মেয়র হয়ে তৃতীয় শ্রেণীর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নিত করেছি। এছাড়া পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি, যা পৌরসভার ইতিহাসে রেকর্ড হয়ে আছে। সুতরাং আমাকে দল থেকে মনোময়ন দেয়া হলে আমি এ আসনেরও ব্যাপক উন্নয়ন করতে পারবো। কারণ আমার সেই দক্ষতা ও সক্ষমতা রয়েছে। আমার রয়েছে হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ও মুসলমানসহ সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমর্থনও।

সমাবেশে বিশাল পর্দায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পূ্র্বের ধারণকৃত ভাষণ প্রদর্শন করা হয়।

এ সমাবেশে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, সাবেক যুগ্ম সম্পাদক রমজান আলী বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার, গোলাম নুর জনি, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম ও
রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন। #

Leave A Reply

Your email address will not be published.