মোংলা প্রতিনিধি :মোংলা পোর্ট পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস,এম হাবিবুল্লাহকে অপসারণ দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মুলত পৌরসভার নিয়ন্ত্রণাধীন নদী পারাপারে ঘাট ও পল্টুন নির্মাণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা, বিভিন্ন ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ বাঁধাগ্রস্থ, দায়িত্বে অবহেলা, শহরের রাস্তাঘাট সংস্কার না করাসহ নানাবিধ অভিযোগে তার অপসারণ দাবীতে সোমবার দুপুরে পৌর মার্কেট চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পৌরসভার সর্বস্তরের জনগণ’র ব্যানারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।
এ মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মোংলায় কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। তখন রাস্তা সংস্কারে নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক দুর্নীতিবাজ মেয়র শেখ আব্দুর রহমান ও অসাধু নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ লাখ লাখ টাকা লুটপাট করেছেন। সাবেক মেয়র শেখ আব্দুর রহমান পলাতক থাকলেও প্রকৌশলী হাবিবুল্লাহ এখনো পৌরসভায় বহাল তবিয়তে লুটপাট চালাচ্ছেন। বক্তারা আরো বলেন, মোংলা পোর্ট পৌরসভায় উন্নয়নের নামে কোন রকম যে কাজ হয় তা পৌর নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ পৌর কর্মচারী দিয়েই করান। তাতে কাজের কাজ কিছুই হয়না, হয় লুটপাট। এ মানববন্ধন থেকে অবিলম্বে পৌরসভার দায়িত্ব হতে নির্বাহী প্রকৌশলী হাবিবিল্লাহকে অপসারণ দাবী জানানো হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম নুর জনি, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।
এদিকে এ বিষয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস,এম হাবিবুল্লাহ বলেন, আমি আমার জীবনে কোনদিন কোন ধরণের অনিয়ম ও দুনীতি করিনি। সুতরাং যারা এসব করছে তা নিয়ে আমার কোন মাথা ব্যথাও নেই। কে বা কাহারা কোন স্বার্থে এসব করছে জানিনা। তবে এটুকু স্পষ্ট বলতে পারি নিছকই এটা আমাকে নিয়ে অপপ্রচার ও ষড়যন্ত্র ছাড়া কিছুই না।