মোংলা প্রতিনিধি:পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহযোগীতায় ৩০জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১টায় মোংলা উপজেলার অডিটরিয়ামে এ পুরস্কার বিতরণ করা হয়।
বাগেরহাট জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, মোংলা সরকারি কলেজের প্রভাষক সাহারা বেগম ও উপজেলা একাডেমিক সুপারভাইজান শ্যামাপদ মন্ডল।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি ৩০জন কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত এ কৃতিত্ব ভবিষ্যতের জন্য আরো সমৃদ্ধ করতে হবে। তাহলেই মানুষের মত মানুষ হওয়া সহজ হবে। আর পরনির্ভর নয়, লেখাপড়া শিখে প্রত্যেককেই নিজ নিজ অবস্থান থেকে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি সমাজ উন্নয়নে নিজেকে নিবেদিত করতে হবে।
এছাড়াও এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।