দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় ৩শ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাণ

75

মোংলা প্রতিনিধি :মোংলায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদাণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে পৌর ও উপজেলা ছাত্রশিবিরের আয়োজনে ৩শ শিক্ষার্থীদেরকে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের অতিথিরা এসএসসি ও দাখিল পাস কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও গিফট বক্স দিয়ে সংবর্ধনা দেন।
এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির এ্যাডভোকেট মাওলানা শেখ আঃ ওয়াদুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক কোহিনূর সরদার, স্থানীয় সাবেক শিবির নেতা জহিরউদ্দন বাবর মুসাল্লী, আনিসুর রহমান, ইদ্রিস আলী, এমরান হোসাইন, বায়েজিদ হোসেন, মাঈনউদ্দিন মিলন, হাফিজুর রহমান, সেকেন্দার আলী ও মোংলা পৌর ছাত্রশিবিরের সভাপতি মোঃ মারুফ বিল্লাহ ও মোংলা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান তামিম।

কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেকে গড়ে তুলতে হবে। স্বপ্ন দেখতে হবে বড়, আর সেই স্বপ্ন বাস্তবায়নে চালিয়ে যেতে হবে সর্বোচ্চ প্রচেষ্টা। জ্ঞান-বিজ্ঞানের চর্চা, সময়ের সঠিক ব্যবহার ও ধর্মীয় মূল্যবোধ লালনের মাধ্যমে একজন শিক্ষার্থী সমাজ ও রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এছাড়া এই কৃতিত্ব শুধু পরীক্ষার ফলাফলের নয়, এটি চরিত্র গঠনেরও সূচনা। আগামী দিনের সঠিক পথ বেছে নিতে নৈতিকতা ও দায়িত্ববোধই হবে তার আসল পরিচয়। এখন থেকেই জীবনের উদ্দেশ্য স্থির করে এগিয়ে যেতে হবে সমাজ ও দেশের জন্য।

 

 

Leave A Reply

Your email address will not be published.