দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

53

মোংলা প্রতিনিধি :মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হওয়া এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শাহজাহান ফকির, বাবলু ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার ও গোলাম নুর জনি, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবী রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বিএনপি নেতা জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী, আঃ রাজ্জাক, মোঃ সোহাগ ও নাজমুল ইসলাম মানিক।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কারণ মামলার বিবরণের ঘটনাস্থলে তিনি আদৌ উপস্থিত ছিলেন না। তিনি এ কর্মকাণ্ডের সাথে কোনভাবেই জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানীর উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। আমরা এ মিথ্যা এ মামলা প্রত্যাহারের জোর দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খন্দকার তুরানুজ্জামান তার বড় ভাই খন্দকার নুর আহমেদ তারেকের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-০৬ এ নালিশী দরখাস্ত করেন। তার প্রেক্ষিতে আদালত মোংলা থানাকে এ সংক্রান্ত মামলা রেকর্ডের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে শুক্রবার (৫সেপ্টেম্বর) মোংলা থানায় মামলা দায়ের হয়।

এ মামলায় মাহবুবুর রহমান মানিককে ১ নম্বর আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ২, ৩ ও ৪ নম্বর আসামীরা মাহবুবুর রহমান মানিকের ভাই।

মাহবুব রহমান মানিক বলেন, যে ঘটনায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সে ঘটনার স্থলে আমি উপস্থিত ছিলাম না। শুধু তাই নয়, গত একমাসেও বাদী পক্ষের কারো সাথে আমার কোন দেখা সাক্ষাৎও হয়নি। অহেতুক রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানী করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বলেন, বাগেরহাট আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়েছে, আমি আদালতের নির্দেশনা বাস্ববায়ন করেছি মাত্র।

Leave A Reply

Your email address will not be published.