দৈনিক খুলনা
The news is by your side.

মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা

32

মোংলা প্রতিনিধি :মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ পরিকল্পনা শিশু অধিকার এবং শিশুদের অংশগ্রহণ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার’র (কোডেক) স্বপ্নযাত্রা প্রকল্পের আয়োজনে সোমবার বিকেলে মোংলার মিঠাখালী বাজার সংলগ্ন মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
কোডেক’র স্বপ্নযাত্রা প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোঃ মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিরিয়া বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল ইসলাম, মিঠাখালী ইউনিয়ন সিপিপি টিম লিডার মোঃ মনির খান, এবিএস মাধ্যমিক বিদ্যালয়য়ের সহকারি শিক্ষক বিশ্বজিৎ কীর্তনীয়া, পরিবেশ কর্মী নাজমুল হক।

এ সময় বক্তারা বলেন, প্রাকৃতিক কোন দুর্যোগ আসলেই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে শিশুরা। আর দুর্যোগের সময় মারাত্মকভাবে ব্যাহত হয় শিশুদের শিক্ষা কার্যক্রমও। প্রাকৃতিক দুর্যোগের সময় যাতে শিশুরা নিরাপদে থাকতে পারে, সেভাবেই তাদের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে হবে। ঝড়-জলোচ্ছাস ও ঘূর্ণিঝড়ের সময় যাতে তাদের শিক্ষা কার্যক্রম বন্ধ না হয়, আমাদের সবার মিলে সে ব্যবস্থা করতে হবে।
এছাড়াও সমাজের বঞ্চিত ও পিছিয়ে পড়া শিশুদের অধিকার রক্ষায় সকলকে যত্নবান হতে হবে।

এ সমন্বয় সভায় কোডেক’র স্বপ্নযাত্রা প্রকল্পের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক প্রদর্শনী, জারিগান, নৃত্য, নাটক ও অভিনয় পরিবেশিত হয়।

Leave A Reply

Your email address will not be published.