মোংলা প্রতিনিধি :মোংলায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদাণ করা হয়েছে। মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এবং বাগেরহাটের মোংলা-রামপাল-ফকিরহাট সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী মোঃ জুলফিকার আলী শনিবার সকালে ক্ষতিগ্রস্ত মোঃ রফিক শেখের পরিবারের হাতে এ সহায়তা তুলে দেন। এ সময় তিনি সহায়তা স্বরুপ নগদ অর্থ, চাল, ডাল, তেল, শাড়ী-লুঙ্গি, চাদর ও কম্বলসহ অন্যান্য সামগ্রী প্রদাণ করেন। এ সময় তার সাথে ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার।
শুক্রবার রাতে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুন লেগে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের চাপড়া গ্রামের দিনমজুর রফিক শেখের বসত ঘরটি মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। চার শিশু সন্তান নিয়ে এখন রফিকের পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। তবে অর্থ, বস্ত্র ও খাদ্য নিয়ে পাশে দাঁড়িয়েছে বিএনপি নেতা জুলফিকার আলী। জুলফিকার আলীকে কাছে পেয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন। সর্বপ্রথম জুলফিকার আলী তাদের পাশে দাঁড়ানোতে দোয়া ও কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্ত পরিবারটি।
এর আগে উপজেলা চিলা ইউনিয়নের দক্ষিণ চিলা এলাকার তৈয়বুর রহমানের বসত ঘরটি বুধবার রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনে পুড়ে গেলে সেখানেও ছুটে যান জুলফিকার আলী। তারেক রহমানের পক্ষ থেকে তাকেও দেন নানান সহায়তা। #