ক্লাব বিশ্বকাপে বৃহস্পতিবার পর্তুগিজ ক্লাব পোর্তোর বিপক্ষে খেলতে নামছে ইন্টার মায়ামি। ম্যাচের আগের দিন অনুশীলনে লিওনেল মেসিকে পায়ের পেশিতে হাত দিতে দেখা যাওয়ায় ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে কোচ হাভিয়ের মাসচেরানো নিশ্চিত করেছেন, মেসি পুরোপুরি ফিট এবং ম্যাচে মাঠে নামবেন।
বুধবার অনুশীলনের এক ভিডিওতে মেসিকে তার বাম পায়ে হাত দিতে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাসচেরানো বলেন, “মায়ামি থেকে আটলান্টায় যাওয়ার পথে এ বিষয়ে কিছু ভিডিও দেখেছি। তবে এটা নিয়ে চিন্তার কিছু নেই। লিও পুরো সেশনেই অনুশীলন করেছে। মাঝে মাঝে মানুষ স্বাভাবিকভাবেই নিজেকে স্পর্শ করে। এটা কোনো সমস্যা নয়। সে ফিট এবং আগামীকাল অবশ্যই খেলবে।”
এদিকে ইনজুরির কারণে আল আহলির বিপক্ষে প্রথম ম্যাচে না খেলা মেসির সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবারও দলে ফিরেছেন বলে জানান মাসচেরানো। তবে তিনি তাকে একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনই কিছু জানাতে চাননি। “আসলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কিন্তু সেটা এখনই বলব না,” মন্তব্য করেন মাসচেরানো।
পোর্তোর বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে ইন্টার মায়ামি কোচ বলেন, বলের দখল ধরে রাখাই হবে তাদের মূল কৌশল। “আমাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা বলের নিয়ন্ত্রণে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করে, খেলায় ছন্দ তৈরি করতে জানে। তবে আমাদের প্রতিপক্ষও তাই। পোর্তো নিয়মিত চ্যাম্পিয়নস লিগে খেলে, তারা অনেক শক্তিশালী।”
“তবে মাঠে তো দুই দলই ১১ জন নিয়ে নামে। আমরা তাদের শক্তির জায়গাগুলো আটকে দিয়ে দুর্বলতাগুলো কাজে লাগাতে চাই। একটা ভালো ম্যাচ খেলেই ভালো ফল আশা করব,” বলেন মাসচেরানো।
অন্যদিকে দলের অভিজ্ঞ মিডফিল্ডার সের্হিও বুসকেতস বলেন, পোর্তোর মতো দলের বিপক্ষে ম্যাচটা হবে কঠিন। “তাদের দলে ভালো কিছু খেলোয়াড় আছে। তারা প্রতি বছরই নিজেদের লিগে শিরোপার জন্য লড়াই করে, বিশেষ করে স্পোর্টিং ও বেনফিকার মতো বড় দলের বিপক্ষে। তাই আমাদের রক্ষণভাগে আরও শক্ত হতে হবে, ঘনিষ্ঠ হয়ে খেলতে হবে এবং দলগতভাবে নিজেদের সেরাটা দিতে হবে।”
“যদি সুযোগ পাই, আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যারা গোল করার সামর্থ্য রাখে। তবে সবচেয়ে জরুরি হলো—রক্ষণ ঠিক রাখা এবং ক্লিন শিট নিশ্চিত করা,” যোগ করেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার।
উল্লেখ্য, ক্লাব বিশ্বকাপের গ্রুপ এ-তে প্রথম ম্যাচে আল আহলির বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল ইন্টার মায়ামি। পোর্তোর বিপক্ষে জয়ই গ্রুপ পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখবে মেসিদের।