দৈনিক খুলনা
The news is by your side.

মামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন

মেঘনা গ্রুপকে বয়কট ও গোলাম মোস্তফার গ্রেফতার দাবি

11

খুলনায় আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে অবিলম্বে মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামালকে গ্রেফতার, সম্পাদকমাহমদুুররহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাপ্রত্যাহার, মেঘনা গ্রুপের পণ্য বয়কটও ফ্যাসিবাদের দোসর লুট পাটের হোত হিসেবে সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানানো হয়েছে।

শনিবার বিকেলে নগরীর ব্যস্ততম অফিস পাড়াখ্যাত আহসান আহমেদ রোডে দৈনিক আমার খুলনার ব্যুরোর সামনের সড়কে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এ সব দাবি জানানো হয়। বক্তারা বলেন, মাহমুদুর রহমান কেবলমাত্র একজন সম্পাদক ও প্রকাশক নন। তিনি আজকের বাংলাদেশের সময়েরক ষ্টিপাথরে যাচাইকরাএকজনখাঁটি দেশপ্রেমিকমানুষ। যিনিঅতীতেও দেশবিরোধী সকল প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে ছিলেন সোচ্চার, আজকেও একই ভাবে তার লড়াই অব্যাহত রেখেছেন। যারা বাংলাদেশে পুনরায় হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়, যারা চায় ভারতের তাবেদারীব্যবস্থা পুনরায়কায়েমকরতে- মোস্তফাকামালতাদেরই অগ্রজ প্রতিনিধি। আমার দেশ পত্রিকায়প্রকাশিতসংবাদের প্রেক্ষিতেমামলা দায়ের এ কথারসত্যতাপ্রমাণ দেয়।
বক্তারা বলেন, শেখ হাসিনার শাসনামলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১৪০ টিমামলাছিল। কুষ্টিয়ায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের খুনীর হামলা চালিয়ে রক্তাক্ত করেছিল। তিনি মাথা নত করেননি। দুই হাজার ছাত্র জনতার বুকের রুক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকেও কোনভাবেই ভূলুন্ঠিত হতে দেয়া হবেনা। মাহমুদুর রহমান এবং আমার দেশ দেশ প্রেমিক স্বাধীনতার স্বপক্ষের সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে তার সংগ্রাম অব্যাহত রাখবে। আমার দেশ পাঠক মেলার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধানঅতিথি ছিলেন খুলনাবিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার, সম্মিলিত পেশাজীবীপরিষদের আহবায়ক, বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মাজহারুল হান্নান। আমার দেশ ব্যুরো প্রধান ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নবি এফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওনের সভাপতিত্বে এবং দৈনিক সংগ্রামের ব্যুরো প্রধান ও মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন
ন্যাশনালইস্টারেস্ট গ্রুপ এন আইজির সদস্য সচিব অ্যাডভোকেট শাহ আলম,খুলনা জেলা বিএনপিরযুগ্ম আহবায়ক গাজী তফসির আহমেদ, এমইউজের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের স্টাফরিপোর্টার আবুল হাসান হিমালয়, বিএ্ফইউজের সাবেক নির্বাহী সদস্য ও কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এমআলাউদ্দিন, বৈষম্যবিরোধীছাত্র আন্দোলনের উপদেষ্টা মিনহাজুল আবেদীন সম্পদ, নয়া দিগন্তের ব্যুরো প্রধান এরশাদ আলী, ইসলামিক টিভির খুলনা প্রতিনিধি কে এম জিয়া উসসাদাত, বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কমের ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্না, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, জিএম রাসেল ইসলাম, কয়রা পাইকগাছা উন্নয়ন সমন্বয় কমিটির এস এ মুকুল, খুলনা জেলা সংবাদ পত্রহকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ আলম গুড্ডু প্রমুখ।
কর্মসূচিতেউপস্থিত ছিলেন সাংবাদিক মাশরুর মুর্শেদ, আমার দেশ স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি, ফটো সাংবাদিক মো: সেলিমগাজী, দাকোপ প্রতিনিধি ফয়সাল আলম, বটিয়াঘাটা প্রতিনিধি আরিফুজ্জামান দুলু, মো: রাজু আহমেদ,মোস্তফা কামাল, ইমরান হোসেন,রবিউল ইসলাম বাবলু,হুমায়ুন কবির সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন।

Leave A Reply

Your email address will not be published.