দৈনিক খুলনা
The news is by your side.

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায় ১৭ নভেম্বর

45

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেছে। আগামী ১৭ নভেম্বর, সোমবার এ মামলার রায় ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ রায় ঘোষণার দিন ঠিক করেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রাষ্ট্রপক্ষের হয়ে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম ও ফারুক আহাম্মদসহ আরও কয়েকজন।

গত ২৩ অক্টোবর মামলার চূড়ান্ত শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন করেন। তিনি বিশ্বজুড়ে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত বিভিন্ন রাষ্ট্রনেতার বিচারিক উদাহরণ তুলে ধরে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তি উপস্থাপন করেন, যার জবাব দেন চিফ প্রসিকিউটর। সব পক্ষের বক্তব্য শেষ হওয়ার পর ট্রাইব্যুনাল আজ রায়ের দিন ঘোষণা করে।

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হবে, যা জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত ঘটনাবলির প্রথম কোনো রায় হিসেবে ইতিহাসে স্থান পাবে।

Leave A Reply

Your email address will not be published.