মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘নরপশুদের’ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শিশুটির মৃত্যুর খবর প্রকাশের পর তিনি তাৎক্ষণিকভাবে এই শোক বার্তা দেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের পাঠানো শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, “মাগুরার কয়েকটা নরপশুর নিষ্ঠুরতা তার মতো এক শিশুর ওপর দিয়ে গিয়েছিল। ক্ষতচিহ্ন নিয়ে হাসপাতালের বিছানায় সংগ্রাম করে শিশুটি জগতের মায়া ছেড়ে আমাদের কতটা লজ্জা দিয়ে ও কাঁদিয়ে বিদায় নিয়েছে, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”
তিনি শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি তিনি এই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
আট বছর বয়সী শিশুটি সম্প্রতি বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়। গত ৬ মার্চ অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত ৮ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে পিআইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
দুর্ভাগ্যবশত, শিশুটি বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই মর্মান্তিক ঘটনায় সমগ্র দেশে শোক ও ক্ষোভের ঢেউ উঠেছে।
মির্জা ফখরুলের বক্তব্যে শিশুটির প্রতি গভীর সমবেদনা এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি উঠে এসেছে। এই ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকরী ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে।