মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় পঞ্চম দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মাগুরা সদর হাসপাতালের দুইজন নার্স, অভিযুক্ত হিটু শেখের এক প্রতিবেশী, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের একজন চিকিৎসক।
আজ রোববার সকাল ১১টায় জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এ মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে আগামীকাল সোমবার। এ দিন ছয়জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে।
এর আগে জেলা কারাগার থেকে সকল আসামিদের আদালতে আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল বলেন, মাগুরাতে আছিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ চলছে। আজকে আদালতে চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। এর মধ্যে একজন ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়া সাক্ষী সাক্ষ্য দিয়েছে। আসামি পক্ষের আইনজীবী তাদের জেরা করেন এবং আদালত সব কিছু শুনে আগামীকাল আবারও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এই আইনজীবী আরও বলেন, এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে এ মামলার রায় হবে বলে আশা রাখছি।
এ মামলায় ১৩ এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করা হয়। পরে ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচারকাজ শুরু হয়।
গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী শিশু আছিয়া। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করে। পরে চিকিসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ওই শিশু মারা যায়। এ ঘটনায় নিহত শিশুর মা ৮ মার্চ বাদী হয়ে ৪ জনের নামে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনাটি দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে।