দৈনিক খুলনা
The news is by your side.

মাইলস্টোন ট্র্যাজেডি: উত্তরা কবরস্থানে নিহতদের চিরনিদ্রার ব্যবস্থা

60

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহতদের কবরস্থানের স্থান নির্ধারণ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি জানান, উত্তরা ১২ নম্বরের সিটি করপোরেশনের কবরস্থানেই সমাহিত করা হবে নিহতদের। পরবর্তীতে এ স্থানকে স্মৃতিস্তম্ভ হিসেবে সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩১ জনের। তাদের মধ্যে একমাত্র পাইলট ও এক শিক্ষিকা ছাড়া বাকিরা সবাই স্কুলের শিক্ষার্থী।

দুর্ঘটনার পরদিন মঙ্গলবার, একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে, এমনকি বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও। নিহত ও আহতদের স্মরণে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, “এই দুর্ঘটনায় আমরা সবাই বাকরুদ্ধ। নিহতদের পরিবারকে কি জবাব দেব?”

 

Leave A Reply

Your email address will not be published.